সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক’কে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক ভাবে বরখাস্ত করেছেন উপজেলা প্রশাসন।
বরখাস্ত কৃত শিক্ষকদের মাঝে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জিন্নাহ,চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান, ঘুরকা আদর্শ উচ্চ বিদ্যলয়ের সহকারী শিক্ষক ফজলুল হক, চান্দাইকোনা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুকিত।
বিষয়টি নিয়ে রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনের সংগে মুঠোফোনে যোগাযোগ করলে
তিনি নানা টালবাহানা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবির জানান,
বরখাস্ত কৃত শিক্ষকদে বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীনির একাধিক অভিযোগ রয়েছে। অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অভিযোগের তদন্ত চলছে,তদন্তে যথাযথ দুর্নীতির প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সংবাদটির পাঠক সংখ্যা : 152