রাজবাড়ীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতি’ব’ন্ধি দিবসে ১৫ দরি’দ্র প্রতি’ব’ন্ধি পেল হুইল চেয়ার

“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’র আয়োজনে  আন্তর্জাতিক ও  জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, পুলিশ সুপার, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস। সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক।

আলোচনা সভা শেষে প্রত্যয় প্রতিবন্ধী স্কুল, রাজবাড়ীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, রাজবাড়ীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হাড়িভাঙ্গা খেলায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর জেলা প্রশাসক ১৫ জন দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email