ফুটবল টুর্নামেন্টে মহালছড়ি জোনকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মারিশ্যা জোন

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে মহালছড়ি জোনকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মারিশ্যা জোন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুই শক্তিশালী দল মারিশ্যা জোন ও মহালছড়ি জোন।

সেরা খেলোয়াড় নির্বাচিত হন মারিশ্যা জোনের মো: মনজুরুল ও সেরা গোলদাতা মারিশ্যা জোনের মো: মাসুম। ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন মহালছড়ি জোনের জাহিদ। খেলায় হাজারো পাহাড়ি-বাঙালি সমর্থকদের শ্লোগান আর উন্মাদনায় ভরপুর ছিলো পুরোটা সময়।

ফাইনালের সাথে সাথে আপাতত শেষ হলো ফুটবল প্রেমিদের উন্মাদনা। প্রতি বছরই এমন নান্দনিক টুর্নামেন্ট আয়োজন করার জন্য ফুটবল প্রেমিরা খাগড়াছড়ি সেনা রিজিয়নের প্রতি দাবি জানান। সম্প্রীতির খাগড়াছড়ি গড়ার পাশাপাশি সন্ত্রাস ও মাদক মুক্ত যুব সমাজ গড়তে এ ধরনের আয়োজন আরো প্রয়োজন বলে জানান তারা।

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী দিনে সংবর্ধিত অনূধর্ব ২০  দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আসিফ ভূইয়া ও সাফ জয়ী কৃতি নারী ফুটবলার মণিকা চাকমা তাদের অনুভুতি জানিয়ে আগামীতে দেশের জন্য আরো কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি স্টেডিয়াম পাহাড়ি-বাঙালির মিলন মেলায় পরিণত হয়। রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালির সম্প্রীতির বন্ধন আরো সু-দৃঢ় হয়েছে বলে মনে করেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান তিনি বলেন পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধূলার প্রচার,প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রিজিয়ন কাপ ফুটবল টূর্ণামেন্ট’র আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন আরো সুদৃঢ় বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

২৩ নভেম্বর ‘গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি, সম্প্রীতির খাগড়াছড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে স্থানীয় যুবকদের ক্রীড়ার মাধ্যমে সন্ত্রাস ও মাদক মুক্ত যুব সমাজ তৈরীর লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুনামেন্টের শুরু হয়।

 

ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়রাম্যান ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে.কর্ণেল আবুল হাসনাত জুয়েল,জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ (ইন্ট) মেজর মো. জাবির সোবহান মিয়াদ,পুলিশ সুপার আরেফিন জুয়েল,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার, সামরিক-বেসামরিক কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকেই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email