নানা আয়োজনে বান্দরবানে শা’ন্তিচু’ক্তি’র ২৭ বর্ষপূর্তি

নানা আয়োজনের মধ্যে দিয়ে বান্দরবান পার্বত্য জেলায় পালিত হয়েছে পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি।

সোমবার (২ ডিসেম্বর) শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে ঐতিহ্যবাহী রাজার মাঠে সমাবেশ করেছে জনসংহতি সমিতি। এতে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি কে এস মং মারমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সালিম রাজা নিউটন, আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টন।

বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সরকারের পক্ষে পায়রা উড়িয়ে চুক্তির বর্ষপূর্তি পালন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড এর ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেহেদী হাসান এএফডব্লিউসি, পিএসসি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির সংবিধানের সাথে সাংঘর্ষিক ধারাসমূহ বাতিল ও সংস্কার, ১৯০০ সালের শাসনবিধি (মৃত আইন) বাতিল এবং “বাঙালীরাই আদিবাসী” পবিত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।

এছাড়াও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ইউপিডিএফ গণতান্ত্রিক দল বালাঘাটায় সমাবেশ করেছে।

পক্ষে বিপক্ষে এসব সমাবেশকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email