চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা শিলক ইউনিয়নের জামায়াতে ইসলামী শাখার সাবেক সভাপতি ও উপজেলার রাস্তারমাথা বজল উদ্দীন চৌধুরী বাড়ি নিবাসী মরহুম হাফেজ মাস্টারের তৃতীয় পুত্র মোহাম্মদ উল্লাহ চৌধুরী (জুনু) ইন্তেকাল করেছেন।
আজ সকাল ১১:৩০ ঘটিকায় নিজ গৃহে তিনি ইন্তিকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
তার মৃত্যুতে রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ শোক প্রকাশ করে এক শোক বার্তায় বলেন আল্লাহ তা’য়ালা তাঁর এই বান্দার ওপর রহম করুন, শান্তির ফায়সালা দান করুন, মাগফিরাত এনায়েত করুন এবং শহীদি দরজা ও জান্নাতুল ফিরদাউস নসীব করুন।অনন্ত সফরে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর করুণা এবং রহমতের ফিরিশতা দিয়ে সাহায্য করুন।মরহুমার স্ত্রী, সন্তান, আত্নীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা সবরে জামিল আতা করুন। আমীন।
শিলক ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ শহিদুল্লাহ চৌধুরী শোক প্রকাশ করে বলেন, আল্লাহ তায়ালা তাকে জান্নাতে সর্বোচ্চ মকাম দান করুক।
আজ বাদে এশা রাত ৮.০০ টায় শিলক এম. শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
সংবাদটির পাঠক সংখ্যা : 140