চু’ক্তির ২৭ বছরেও এর পূর্ণা’ঙ্গ রূপ দেখেনি পার্বত্য বাসী

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২রা ডিসেম্বর) তুলাবান স্পোর্টিং ক্লাব মাঠ প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন কমিটির উদ্যোগে গণসমাবেশে সভাপতিত্ব করেন মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কাচালং সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, প্রধান বক্তার বক্তব্য রাখেন পুলক জ্যোতি চাকমা।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক চিবরন চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা৷

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অমূল্য রতন চাকমা, সমাপ্তি দেওয়ান, জ্যোতিষ্মান চাকমা, এন্ড্রো খীসা, লক্ষীমালা চাকমা, নিখিল জীবন চাকমা প্রমুখ। সভায় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকা হতে সহস্রাধিক মানুষের সমাগম হয়।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক ভাবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষে ১৯৯৭ সালের আজকের দিনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও ২৭ বছরেও এর পূর্ণাঙ্গ রূপ দেখেনি পার্বত্য বাসী। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য দাবী জানান বক্তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email