রাজবাড়ীর কালুখালীতে জাইকা ও বাংলাদেশ সরকারের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে জাইকা ও বাংলাদেশ সরকারের উদ্যোগে পানি সম্পদ উন্নয়ন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে জেলার কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে জাইকা ও বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন (২য় পর্যায়) এর উদ্যোগে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ হোসেন, উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাস, সিনিয়র প্রকৌশলী পিন্টু কুমার দাস, সহকারী প্রকৌশলী জুনায়েদ হোসেন খান, আইবিএস এলজিইডি কাউসার আলম, সহকারী প্রকৌশলী শিশির, আব্দুল মানুন রশীদ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কমরপুর বিল পানি সম্পদ উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ও মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ শরিফুল ইসলাম।

খুলনার রূপান্তর শিল্প গোষ্ঠীর উদ্যোগে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্ত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে রুপান্তর শিল্প গোষ্ঠির পরিচালক মোঃ মিজানুর রহমান পান্নার নির্দেশনায় গান পরিবেশন করেন, আক্তারুন্নেছা (তিশা), প্রদ্বীপ বিশ্বাস, শ্যামল মন্ডল, সমিরন বিশ্বাস, দীপঙ্কর মন্ডল, শিল্পী বালা, মনিকা মিত্র, সুমা হালদার, শ্যামা প্রসাদ, অপু শীল ও এস, এম ফেরদৌস।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email