রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কামরদাহ গ্রামের এক প্রবাসীর স্ত্রী কানের দুল, নগদ টাকা ছিনতাই ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী নারী।
শনিবার (৩০ নভেম্বর) সকালে বালিয়াকান্দি থানায় নিজে এসে লিখিত অভিযোগটি দায়ের করেছেন লেবানন প্রবাসী মোঃ মুক্তার হোসেন মন্ডলের স্ত্রী মুক্তি খাতুন (২৭)।
অভিযোগ সূত্রে জানা যায়, জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কামারদাহ গ্রামের মুক্তার হোসেন মন্ডল ১ ছেলে ও ১ মেয়েসহ স্ত্রী মুক্তি খাতুন (২৭) কে রেখে সাংসারিক প্রয়োজনে দীর্ঘদিন যাবৎ লেবাননে রয়েছেন। স্ত্রী দুইটি নাবালক বাচ্চাকে নিয়ে নিজের বাড়ীতেই বসবাস করছেন। স্বামী প্রবাসে থাকার সুযোগে একই গ্রামের মৃত আতর খা’র ছেলে মোঃ আয়নাল খা (২৭) ও মৃত আক্কেল খা’র ছেলে মোঃ জব্বার খা (৩০) বিভিন্নভাবে নাজেহালসহ ক্ষতিসাধনের হীন ষড়যন্ত্র করে আসছে। গত ২৭ নভেম্বর বিকাল আনুমানিক ৩টার দিকে মেয়ে মুসলিমা আক্তার (৬) কে সাথে নিয়ে ব্যাক্তিগত প্রয়োজনে সোনাপুর বাজারে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা অভিযুক্তরা বাজার ব্রীজের পাশে তার সাথে অশোভন আচন করাসহ শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি, লাথি মারে আহত করে। সেই সময় তার কানে থাকা ৫ আনা দুল ও ৪ আানা টানা এবং ভেনিটি ব্যাগে থাকা নগদ ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়। ইতিপূর্বে এই একই ব্যাক্তিরা জোরপূর্বক মোবাইলের পিছনের কাভার থেকে ১ হাজারের ইউএস ডলার ছিনিয়ে নেয় এবং ১ লাখ টাকার একটি ব্যাংক চেক নিয়ে যায়। সে যেন কোনোপ্রকার থানা পুলিশ করতে না পারে সেজন্য তাকে দিয়ে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। এবং তাকে হুমকি দেয় যদি কোনোপ্রকার থানা পুলিশের নিকট নালিশ দেয় প্রবাসীর স্ত্রীকে অপহরণ করাসহ বাড়ীঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে এলাকা ছাড়া করবে।
অভিযোগকারী মুক্তি খাতুন বলেন, “আমার স্বামী দীর্ঘদিন যাবৎ সাংসারিক প্রয়োজনে প্রবাসে রয়েছেন। আমি আমার দুইটি নাবাকল শিশু সন্তানদের নিয়ে একাই বসবাস করি। সন্তানদের স্কুল, মাদ্রাসায় নেওয়া আনা করতে নিজেকেই যাওয়া আাসা করতে হয়। সংসারের প্রয়োজনে ব্যাংক, বাজার করতে যেতে হয়। রাস্তায় বেড় হলেই অভিযুক্তরা আমাকে বিভিন্ন কথাবার্তা বলে নাজেহাল করে। অকথ্য ভাষায় কথা বলে। আমি একা মানুষ কোন প্রতিবাদ করতে পাড়িনা। এখন অসহ্য হয়ে থানায় অভিযোগ করেছি। আমি এদের ন্যায় বিচার আশা করছি।”