রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে লেফটেন্যান্ট জেনারেল (অব) এস,এম মতিউর রহমান জুয়েলকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রান্তিক জনকল্যাণ সংস্থার সভাপতি মহিদুর রহমান হীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহ মোঃ রুহুল কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলার কৃতি সন্তান সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) এস,এম মতিউর রহমান জুয়েল, বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো মশিউল আযম চুন্নু, এবং বিভিন্ন এলাকা থেকে আশা অবসরপ্রাপ্ত সেনা সদস্যগণ।
এ সময় অবসরপ্রাপ্ত সেনা সদস্যগণ এবং বিভিন্ন এলাকা থেকে আশা জনসাধারণ তাঁকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানান।
পরে এক গণ সংবর্ধনার মাধ্যমে তাকে বরণ করেন এলাকাবাসী।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রান্তিক জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) এস এম মতিউর রহমান জুয়েল বলেন, আমি রাজবাড়ীর সন্তান, আমি চাই রাজবাড়ী জেলা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদকমুক্ত, দখলদার মুক্ত হোক। এই কাজগুলো আমার একার পক্ষে করা সম্ভবনা। তাই আপনাদের সাথে নিয়ে আমি একাজগুলো করতে চাই। কারণ কথায় আছে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি যারা করেন এরা একটি সঙ্গবদ্ধচক্র। এদেরকে আমি একা চিনবোও না, জানতেও পারবো না। আপনারা যদি সকল জনসাধারণ একত্র হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন তাহলে আপনাদের ভয়ে তারা এক সময় পালিয়ে যেতে বাধ্য হবে। এভাবেই সকলে মিলে একত্র হয়ে এদেরকে প্রতিহত করতে হবে। আসুন আমরা একত্রে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। দেশকে সুন্দর একটা পরিস্থিতির দিকে নিয়ে যাই। দেশকে ভালো রাখার দায়িত্ব আমার, আপনার, সকলের।
তিনি আরো বলেন, বতর্মানে অনেকেই বলছেন আমি রাজনীতি করছি এবং আমার বিরুদ্ধে অনেকেই অনেকভাবে অপপ্রচার চালাচ্ছে । আমি তাদের উদ্দেশ্যে বলছি,আসলে আমি এখন ও ঐভাবে রাজনীতির সাথে যুক্ত হই নাই।