বান্দরবান বাজার ফান্ডের ব’ন্দো’ব’স্ত’কৃ’ত জমি ১০ বছরের পরিবর্তে ৯৯ করার দা’বী’তে মা’নব’ন্ধ’ন

বান্দরবানে বাজার ফান্ডের তৌজিভুক্ত ভূমির বন্দোবস্তি/লীজ ১০ বছরের পরিবর্তে ৯৯ বছরে উন্নীতকরণ এবং ভবণ নির্মাণের জন্য ব্যাংক ঋণ সহজ শর্তের দাবীতে মানববন্ধন করেছে জেলার সর্বস্তরের জনগণ।

রোববার (১লা ডিসেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধনে জেলার ৭টি উপজেলার বাজার ফান্ডের জায়গায় বসবাসরত সকলস্তরের জনগণের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৬ বছর বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদী সরকার কর্তৃক অন্যায়, অবিচার এবং বৈষম্যের স্বীকার হয়েছে।

বান্দরবান পার্বত্য জেলায় বাজার ফান্ডের তৌজিভুক্ত ভূমির বন্দোবস্তি/লিজের মেয়াদ ১০ বছরের পরিবর্তে ৯৯ বছর করা এবং গৃহ নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের জন্য ব্যাংক ঋণ সহজ শর্তে হতে হবে। সব জায়গায় বৈষম্য দূরীকরণের প্রচেষ্টা থাকলেও বান্দরবানে জেলা পরিষদের আওতাধীন বাজার ফান্ডের বৈষম্য এখনো দূর হয়নি।

তারা আরও বলেন, তিন পার্বত্য জেলার স্থানীয় জনগণের জীবন মান উন্নয়নের জন্য ১৯৩৭ সালে বাজার ফান্ড প্রশাসন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ২০১৯ সাল পর্যন্ত বাজার ফান্ডের আওতাধীন সকল তৌজিভুক্ত ভূমির বিপরীতে তফসিলি ব্যাংক সমূহে যথা নিয়মে গৃহ ঋণসহ যাবতীয় ঋণ কার্যক্রম চলমান ছিল। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের অলিখিত দ্বন্দ্বে বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে বাজারফান্ড সংস্থার সকল প্রকারের কর্মকান্ড। সকলে এসব সমস্যা দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email