ফুলবাড়ীতে জমি নিয়ে দ্ব’ন্দ্ব , সং’ঘ’র্ষে নারীসহ আ’হ’ত -৭

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর অঞ্চলের ৮ বিঘা জমির ভোগদখল নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় গ্রুপের নারীসহ ৭জন আহত হয়েছে । আহতদেরকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে ভর্তিকরা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে রোববার সকাল ১০টার সময় উপজেলার কৃষামত শিমুলবাড়ী চর এলাকায় ।

আহত পরিবারের সদস্যরা জানান চর কৃষামত শিমুলবাড়ী চর অঞ্চলের ৮ বিঘা জমি নিয়ে মৃত জহির উদ্দিনের ছেলে আলতাফ হোসেনের সাথে একই এলাকার হয়রত আলীর ছেলে আব্দুল হাই এর মধ্যে ভোগদখল নিয়ে বিবাদ সৃষ্টি হয়। এ নিয়ে গ্রাম্য সালিশী বৈঠক হলেও দ্বন্দ্ব নিস্পত্তি হয়নি। পরে আলতাফ হোসেন বাদী হয়ে আদালতে মামলা করেন। বিবাদমান জমিতে উভয় পক্ষকে দখল না করার জন ১৪৪ ধারা জরুরী আদেশ দেন বিজ্ঞ আদালত । সে মোতাবেক জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

রোববার আলতাফ হোসেন জমির উপর দিয়ে শ্যালো মেশিনের পাইপ নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রথমে আব্দুল হাই বাধা দেয়। পরে অর্তকিত ভাবে হাই এর পরিবারের সদস্যরা দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে। হামলায় উভয় পক্ষে আহত হন আলতাফ আলী( ৫২)আহের আলী (৪৫) আহেলা বেগম (৪৮) আব্দুল হাই ( ৩০) হামিদুল হক (৩৬)আজিজুল হক (১৯) মরিয়ম বেগম (২৭)। আহতদেরকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হলে আলতাফ আলী, আহের আলী, আব্দুল হাই, ও হামিদুল হকের অবস্থায় আশংকাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

ওই এলাকার ইউপি সদস্য রাশেদুল ইসলাম জানান বিদ্যমান জমিতে ১৪৪ ধারা জারি করেছে আদালত । সেই জমির উপর দিয়ে পাইপ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে মারামারি হয়েছে। অথচ মিমাংশা করার জন্য থানায় উভয় পক্ষকে বসার জন্য দিন করা হয়েছে । এ মাঝে মারামারিতে ক্ষতি হলো দুই পক্ষের।
ফুলবাড়ী হাসপাতালের কর্মরত চিকিৎসক হোমায়রা জানান, মারামারির ঘটনায় ৬জন হাসপাতালে ভর্তি হয়েছে । তার মধ্যে ৪জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন জানান বিদ্যমান জমি নিয়ে উভয় পক্ষকে আগামি শুক্রবার বসার জন তারিখ নিধার্রন ছিল। এর মধে মারামারির ঘটনা হওয়ায় আহতরা হাসপাতালে রয়েছে। অভিযোগ নিয়ে আসলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email