টেকনাফে নি’খোঁ’জের ২৪ ঘন্টা পর ভেসে উঠলো লা’শ

কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ শিকারে গিয়ে ঢেউয়ের আঘাতে নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ জেলের লাশ ভেসে এসেছে। নিখোঁজের ২৪ঘন্টা পর রোববার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাহরুল ইসলাম।

উদ্ধার জেলে সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের পুত্র হেলাল উদ্দিন (২৭)।
নৌকার মালিক এনাম উল্লাহ জানান, শনিবার সকালে টানা জালের একটি নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যায় দুই জেলে। একপর্যায়ে বড় একটি ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে হেলাল উদ্দিন নিখোঁজ হয়।

এসআই আজাহরুল ইসলাম বলেন, শনিবার দুপুরের দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকায় অবস্থান করে হেলাল উদ্দিন মাছ ধরছিলেন,মাছ ধরার একপর্যায়ে সাগরের বড় ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে সে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় অন্যান্য জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার সকালের দিকে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সৈকতে ভেসে আসা হেলাল উদ্দিনের মরদেহটি উদ্ধার করা হয়।এ ঘটনায় মৃত জেলের পরিবার ও স্বজনদের কারও কোনো ধরণের অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email