কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে দুই ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ১লা ডিসেম্বর বিকেলে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারীন তাজনিম তাসিনের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করেন।উখিয়ার কুতুপালং বাজারে পালং মেডিকো এবং আফসার মেডিকো নামের দুই ফার্মেসীকে, মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রি ও রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত ঔষধ রাখার দায়ের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাজনিম তাসিন, তিনি বলেন, উখিয়ার কুতুপালং বাজারে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে উপজেলা ঔষধ প্রশাসন ও উখিয়া থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সংবাদটির পাঠক সংখ্যা : 93