ব’র্না’ঢ্য আয়োজনের মাধ্যমে বান্দরবানে ক্রীড়া মেলার সমাপ্তি

ঐতিহ্যবাহী বলি খেলা, কাবাডি, দড়িটানা এবং তৈলাক্ত বাশ আরোহন প্রতিযোগিতার মাধ্যমে বান্দরবানে শেষ হলো সম্মেলিত ক্রীড়া পরিষদের আয়োজিত সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা ২০২৪।

সপ্তাহব্যাপী ক্রীড়া মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড এর ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান.এএফডব্লিউসি, পিএসসি। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে.কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি, জোন কমান্ডার বান্দরবান, জনাব মো: শহিদুল্লাহ কাওসার, পিপিএম(বার), পুলিশ সুপার, বান্দরবান, অ্যাডভোকেট উবা থোয়াই মারমা, সদস্য বান্দরবান জেলা পরিষদ, জনাব রাজুময় তংচংগ্যা, সদস্য বান্দরবান জেলা পরিষদ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ।

দেশের ক্রান্তিলগ্নে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠি নির্বিশেষে সকলের উপস্থিতি নিশ্চিত করে বান্দরবানে সম্মেলিত ক্রীড়া পরিষদের এমন আয়োজনের প্রশংসা করেন বক্তরা।
ক্রীড়ার মাধ্যমেই বিশ্ব দরবারে আজ বাংলাদেশের মুখ অনেক উজ্জ্বল। বান্দরবানের অনেক ক্রীড়াবিদ দেশে বিদেশে পার্বত্য জেলা বান্দরবানের জন্য সুনাম বয়ে এনেছে। ভবিষ্যতে এমন সকল আয়োজনে ক্রীড়া পরিষদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন উপস্থিত অতিথি বৃন্দ।

আজকের বলি খেলায় চ্যাম্পিয়ন হয় হোসেন বলি। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন জাদিতং যুব সংগ এবং মহিলাদের দড়ি টানা প্রতিযোগিতায় জয় লাভ করেন সম্মেলিত ক্রীড়া পরিষদের নারী দল।

উল্লেখ্য গত ২৩ তারিখ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার মাধ্যমে বান্দরবানে ক্রীড়া সপ্তাহের উদ্বোধন হয় এবং পুরো সপ্তাহব্যাপী ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email