সিরাজগঞ্জের রায়গঞ্জে দারুল ফাতাহ এম এম মডেল মাদ্রাসায় পবিত্র কুরআন এর নতুন ছবক ও দোয়া মাহফিল এবং প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রায়গঞ্জ পৌর সভার গুনগাতী এলাকায় অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ৩৪ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন ও ৩১ জনকে আম্মা পাড়া হাতে তুলে দেওয়া হয়। কোরআন ছবক দেন উপজেলা জামে মসজিদের সন্মানিত পেশ ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক।
সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দের সভাপতিত্বে মাওলানা জাকারিয়া হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির উপদেষ্টা মো: আলী মর্তুজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শামছুল ইসলাম, শিক্ষাবিদ শওকত আলী মাস্টার, সমাজ সেবক আব্দুল হাকিম, ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক খান জুবায়ের, জামায়াতে ইসলামী’র রায়গঞ্জ পৌর আমির হোসেন আলী, কর্ম পরিষদের সদস্য মাছুদ রানা, শিক্ষাবিদ আনোয়ার হোসেন, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম বিশ্বাস, আ জ ম মনিরুল ইসলাম জাফর, প্রতিষ্ঠানটির শিক্ষক জাহিদুল ইসলাম, মো. খোরশেদ আলম, ইলিয়াস হোসাইন, আরাফাত, মাওলামা আক্তারুজ্জামান, আয়নুল হক, আল আমিন, হাফেজ সোহাগ, আলাউদ্দিন প্রমুখ।
অতিথী ও অভিভাবক কোমলমতি শিক্ষার্থীদের কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত হাদিস শরিফ, জরুরী দুয়া মাসায়েল এবং আরবি বাংলা, লেখা-পড়ার মানসহ সার্বিক ব্যাবস্থাপনা দেখে অনুভূতি হন। এ সময় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তরা তাদের বক্তব্যে দেশ ও মানবতার কল্যাণ কামনা করেন এবং ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, মুসলিম উম্মাহ সহ দেশ-জাতীর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।