সাংবাদিক মুন্নি সাহা আ’ট’ক

সিনিয়র সাংবাদিক মুন্নী সাহাকে আটক করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সবজি কিনতে গিয়ে সাধারণ জনতার তোপের মুখে পড়েন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন।

তিনি গণমাধ্যমকে জানান, মুন্নি সাহা কারওয়ান বাজারে সবজি কিনছিলেন। সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন তিনি। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তার বিরুদ্ধে মামলা রয়েছে। নিরাপত্তার স্বার্থে তাকে উদ্ধার করে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email