বাংলাদেশের মানুষ আর কোন স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায় না-মাওলানা শাহাজাহান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মো: শাহজাহান বলেছেন, বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার বদল চায় না, দেশের মানুষ চায় বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্রের জন্য জুলাই বিপ্লব হয়েছ। চাঁদাবাজ, লুটপাটকারীদের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।
স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফেরত আসতে চাইলে শুধুমাত্র ফাঁসির কাষ্ঠে স্থান পাবে। তাছাড়া মানুষ তাকে আর কোথাও স্থান দিবে না।
শনিবার রাঙামাটি আল আমিন মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামী রাঙামাটি পৌর শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি পৌর জামায়াতের আমীর আব্দুস সালাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি জোট সরকারের সময়ে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনের কথা ছিল। কিন্তু তৎকালীন ভারতের ষড়যন্ত্রের কারণে তার সম্পাদন সম্ভব হয়নি। ১৯৯৭ সালের শেখ হাসিনা যে চুক্তি করেছে তা বৈষম্য মূলক একপাশে। যেখানে বাঙালি সহ মসজিদের কোন প্রতিনিধি রাখা হয়নি।
তিনি বলেন নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ সমতলে গিয়ে প্রতিনিধিত্ব করতে পারবে কিন্তু আমরা পাহাড়ে প্রতিনিধিত্ব করতে পারব না এটা হতে পারে না।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর জাফর ছাদেক, রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম।
সমাবেশে শহরে বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতাকর্মী যোগদেন।