বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় দাশকে গ্রেফতার ও জামিন না মন্জুর করে কারাগারে পাঠানোর গঠনায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংগঠিত সংঘর্ষ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় শনিবার (৩০নভেম্বর) চট্টগ্রামের কোতোয়ালি থানায় নিহত আলিফের পিতা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে আরো ১৫ জনকে অঙ্গাত দেখিয়ে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—নগরের কোতোয়ালী থানার বান্ডেল রোড সেবক কলোনি এলাকার বাসিন্দা চন্দন, আমান দাস, শ্রী শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল, শিব কুমার, বিগলাল, পরাশ, শ্রী গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস ও রাজীব ভট্টাচার্য।
এ ছাড়াও আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগ ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫শ’ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছেন হত্যাকাণ্ডের শিকার আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম। কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগে আরও একটি মামলা দায়ের করেন আলিফের ভাই খানে আলম।