ইসকন নি’ষি’দ্ধে’র দা’বিতে রাঙামাটিতে বি’ক্ষো’ভ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও ইসকনকে নিষিদ্ধ করার প্রতিবাদে রাঙামাটির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শুক্রবার মানিকছড়ি জামে মসজিদ থেকে জুমার নামাজের পর পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেক পোস্টের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও নাগরিক পরিষদ নেতা ছগির আহমেদ, মানিকছড়ি ইউনিয়ন জামায়াত সভাপতি মমিনুল হক, ছাত্র শিবির নেতা মো ইউসুফ, বায়তুল আমিন জামে মসজিদ এর খতি ওসমান গনি।

এ সময় বক্তারা চট্টগ্রাম আদালত প্রাঙনে আইনজীবী আরিফুল ইসলামকে কুপিয়ে হত্যার সাথে জড়িত ইসকন, যুব ও ছাত্রলীগ ক্যাডারদের বিচার দাবি করেন। এ ছাড়া দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে তাদের নিষিদ্ধ করার দাবি জানান।
বক্তারা বলেন, ৫ আগষ্টের পরবর্তী সরকারকে ব্যর্থ করতে পতিত আওয়ামী লীগ ইসকনকে দিয়ে বাংলাদেশে সাম্প্রতিক দাঙা তৈরীর চেষ্টা করছে। এর জন্য প্রশাসনে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের দায়ী করেন নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email