সিরাজগঞ্জের রায়গঞ্জে আব্দুল মান্নান (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার সলঙ্গা থানার ভুইয়াগাঁতী-রঘুনাথপুর জোড় ব্রীজের নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মান্নান উল্লাপাড়া উপজেলার চড়িয়া শিকার গ্রামের আব্দুর রহমান (টুনু) সরকারের ছেলে।
পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানাযায়, নিহত ব্যক্তির বোনের বাড়ি রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের মোজাফফরপুর গ্রামে। সেখানে তার ভাগনের ছেলে (নাতি) গত বুধবার মারা যায়। সেই ভাগনের বারিতে আসতেই পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রস্ততি চলছে বলে তিনি জানান।
সংবাদটির পাঠক সংখ্যা : 131