বাংলাদেশ জা’মা’য়াতে ইসলামী চকরিয়া হা’র’বাং ইউনিয়ন সহযোগি সদস্য ও সুধী স’মা’বে’শ সম্পন্ন

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হারবাং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সহযোগী সদস্য ও সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

এসময় অনুষ্ঠিত সমাবেশে হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর সাবেক এমপি মজলুম জননেতা আলহাজ্ব শাহ্জাহান চৌধুরী,বিশেষ অতিথির বক্তব্যে
রাখেন।

চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক, বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, সাবেক উপজেলা আমীর মাওলানা ছাবের আহমদ, নায়েবে আমীর মাস্টার মুহাম্মদ মুছা, উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, সাবেক উপজেলা সেক্রেটারী মাস্টার রশিদুর রহমান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা জহির উদ্দিন আহমদ বাবর, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা কাইছার, সাবেক বিশিষ্ট শ্রমিক নেতা আবুল আহমদ, সাব্বির আহমদ, আনসারুল হক, আনোয়ারুল হক, মনির উদ্দিন, জাফর আলম, আনোয়ার আলী, গোলাম রহমান প্রমুখ।

বক্তব্য অতিথিরা বলেন ছাত্রজনতার গনঅভ্যুত্থানের মধ্যদিয়ে মানুষের মুক্তির দ্বার উন্মোচিত হয়েছে। সীমাহীন দূর্নীতি ও জুলুম নির্যাতন করে শেখ হাসিনাসহ তাদের অন্তত তিন শতাধিক এমপি-মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে । সালমান এফ রহমান ও কিছু চিহ্নিত লোক দেশের অধিকাংশ ব্যাংককে দেউলিয়া করেছে। তিনি আরো বলেন, কয়েক লক্ষ কোটি টাকা শেখ হাসিনা নিজেই বিভিন্ন দেশে পাচার করেছে । পাচারকৃত এসব টাকা ফেরত আনলে অন্তত চার বছরের বাজেটের সমান টাকা হবে ।

পুরো সমাবেশ সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জুনাইদ সিকদার ও সাবেক ছাত্রনেতা শাহেদ উদ্দিন রাজু।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email