রাজবাড়ীর পাংশায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস. এম আবু দারদা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দের মত প্রকাশের ভিত্তিতে সকল সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ এবাদত হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ তাদের পরিচয় ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। মতবিনিময় শেষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ে আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ও উপজেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।