কয়রায় দু’র্বৃ’ত্তদের আ’গু’নে দোকান পু’ড়ে ছা’ই

খুলনার কয়রা উপজেলার একটি সার ও কীটনাশক দোকানে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পুড়িয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি করেছে বলে দাবি করেন মেসার্স সিয়াম ষ্টোরের মালিক।

স্হানীয় সুত্রে জানা গেছে ,গতকাল রাত ১টার দিকে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামের মেসার্স সিয়াম ষ্টোরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে গেলে মুহূর্তের মধ্যে ষ্টোরটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার ষ্টোরে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে বলে দাবি করেন স্বত্বাধিকারী আব্দুল মান্নান সানা। এ বিষয়ে কয়রা থানায় একটি জিডি করা হয়েছে।

এলাকাবাসী জানান, প্রায় এক যুগ ধরে উপজেলার দেয়াড়া বাজার মোড়ে অত্যন্ত সুনামের সাথে সার ও কীটনাশকের পাশাপাশি মাছের খাবারের ব্যবসা করে আসছে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান সানা। তার ব্যবসা দেখাশুনা করেন তার পিতা মাহবুল আলম সানা।

গত মধ্যরাতে দোকানটিতে আকস্মিক জ্বল জ্বল করে আগুন জ্বলতে দেখে এলাকাবাসি ইউপি সদস্যকে ফোন করেন এবং ফায়ার সার্ভিসকে অবগত করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারই মধ্যে দোকান ঘরসহ সকল পণ্য পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য ও দোকানের স্বত্বাধিকারী আব্দুল মান্নান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আমাদের দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমাদের দোকানসহ সব সার, কীটনাশক ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রও পুড়ে গেছে।

এতে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। কয়রা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আব্দুস সালাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। সার বিক্রেতার দোকানের সব পুড়ে গেলেও পাশ্ববর্তী দোকানগুলোতে আগুন লাগতে পারেনি। প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল ইসলাম বলেন, এ ব্যাপারে দোকানের মালিক আঃ মান্নান থানায় সাধারণ ডায়েরী করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email