উখিয়ার দুই কৃতি ফুটবলার রিপা ও সাহেদকে জেলা প্র’শা’স’নের সং’ব’র্ধনা

সাফ নারী চ্যাম্পিয়নশিপ-২০২৪ জয়ী উখিয়ার কৃতি ফুটবলার শাহেদা আক্তার রিপা এবং জাতীয় ফুটবল দলের (অনূর্ধ্ব-১৭) প্রতিভাবান খেলোয়াড় সালাহ উদ্দিন সাহেদকে সংবর্ধনা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের ইনডোর অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জেলা ক্রীড়া কর্মকর্তার স্বাগত বক্তব্যের পর ফুলের তোড়া দিয়ে দুই কৃতি ফুটবলারকে বরণ করে নেয়া হয়। এরপর তাঁদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে নগদ অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

সংবর্ধনা পাওয়া রিপা অনুভূতি ব্যক্ত করে জানান, ” নিজের জেলায় সংবর্ধনা পেয়ে ভালো লাগছে, আমি যখন ২০১৬ সালে প্রথম এই মাঠে (কক্সবাজার স্টেডিয়াম) আসি তখন মেয়ে ছিলো কম। আজ অনেকেই আসছে,তাদের কে অনুপ্রেরণা যোগাতে পেরে আনন্দিত।”

সাহেদ ও আনন্দিত নিজ জেলায় সংবর্ধিত হয়ে। তিনি বলেন, ” এই আয়োজন মনে রাখার মত,জাতীয় পর্যায়ে কক্সবাজারের একজন হয়ে প্রতিনিধিত্ব করাটা গৌরবের।”

এ ছাড়া এই অনুষ্ঠানে জাতীয় ফুটবলে অসামান্য অবদান ও সংগঠক হিসেবে অনন্য ভূমিকার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সদস্য ও জাতীয় দলের সাবেক গোলকিপার বিজন বড়ুয়াকেও সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, বিকেএসপির উপ-পরিচালক ও জাতীয় টেনিস কোচ রুকন উদ্দিন আহমেদ এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, সংগঠক এবং খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email