মাতারবাড়ীতে ভ্রা’ম্য’মা’ণ আ’দা’লতে অ’ভি’যান, ৫টি দোকান উ’চ্ছেদ ১৪ হাজার টাকা জ’রিমা’না

মহেশখালীতে থেমে নেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং অভিযান অসাধু ব্যবসায়ী ও সরকারী জমি অবৈধ দখলদারের আতঙ্কের নাম মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

২৭ই নভেম্বর সকালে
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা’র ভ্রাম্যমাণ আদালত
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের পুরাতন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এই সময় মাতারবাড়ী ইউনিয়ন (ভূমি)অফিসের সরকারী জায়গা দখল করে ভূমি অফিসের বাউন্ডারির পাশঘেষে অবৈধভাবে গড়ে তোলা ৫টি দোকান উচ্ছেদ করা হয়।

একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৫ (পাঁচ) টি মামলার মাধ্যমে ৫ জন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেন- সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা’র ভ্রাম্যমাণ আদালত।

সার্বিক সহযোগীতায় ছিলেন-মহেশখালী উপজেলা ভূমি অফিসের (নাজির) মাঈনুল সহ সংশ্লিষ্ট জন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিলেন-মাতারবাড়ী পুলিশ বিটের এএস আই রিয়াজের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন- মহেশখালীতে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও সরকারী জমি অবৈধ দখলদারের বিরুদ্ধে মহেশখালী উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email