রাজবাড়ীতে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিস রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সড়কে ওই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময় মুফতি আবু তাহের, মাসুদুর রহমান, মহিউদ্দিন আল আজাদ বক্তব্য রাখেন।
বক্তাগণ এ সময় বলেন, আইনজীবী সাইফুল ইসলামকে হত্যাকারী ভারতীয় এজেন্ট ইসকনকে দ্রুত সময়ের মধ্যেে নিষিদ্ধ ঘোষনা করতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সেই সঙ্গে আইনজীবি সাইফুল ইসলামকে যারা হত্যা করেছে তাদের চিহ্নিত করে বিচারের দাবিও জানান তারা।
সংবাদটির পাঠক সংখ্যা : 142