মীরসরাইয়ে অ’বৈ’ধভাবে ভারতে প্র’বে’শকালে আ’ট’ক ১

মীরসরাইয়ে সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আশীষ পুরোহিত (৬৫) নামের এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি-৪।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের অলিনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক আশীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কোতোয়ালী থানার ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের মৃত নির্মল চন্দ্র পুরোহিতের পুত্র।

জানা গেছে, আশীষ পুরোহিত মীরসরাইয়ের অলিনগর সীমান্ত দিয়ে কলকাতায় অবৈধভাবে প্রবেশ করার সময় স্থানীয়দের সন্দেহ হলে আটক করে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি এসে তাকে তল্লাশি চালায়। এসময় তার কাছ থেকে বাংলাদেশি এনআইডি কার্ড, ভারতীয় আধার কার্ড ও মোবাইল জব্দ করা হয়।

বিজিবি-৪ এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে গমন করছিল।‌ তিনি আরও জানান, দ্বৈত নাগরিকত্ব এবং অবৈধ পারাপারের দায়ে তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email