হাটহাজারী থেকে পুলিশের তালিকাভুক্ত ৩৫ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী বার্মা সবুজকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ২ টার দিকে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দিবাগত রাতে বায়েজিদ থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি সবুজ প্রকাশ বার্মা সবুজ নগরীর বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির নুরুল আমিন কসাইয়ের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উল্লেখিত স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
সংবাদটির পাঠক সংখ্যা : 118