রাজবাড়ীর বহরপুরে ওলা’মা-তুলা’বা ও বাজার জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে বার্ষিক বড়স’ভা অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওলামা-তুলাবা ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে বার্ষিক বড়সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বাদ আসর থেকে বহরপুর ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে বার্ষিক বড়সভা অনুষ্ঠিত হয়।

বহরপুর দারুস সুন্নাহ নুরানী মাদ্রাসার মুহতামীন আলহাজ্ব হাফেজ ফারুকুজ্জামান (হাফিঃ)’র সভাপতিত্ব ও হাফেজ আবু হুরায়রা ফজল ও মনিরুজ্জামান সাগর পরিচালানায় প্রধান বক্তা হিসেবে বয়ান করেন, দীর্ঘ একযুগ কারাবন্দি মাজলুম আলেমেদীন শাইখুল হাদীস মুফতি জসিমউদ্দিন রাহমানী (হাফিঃ) ঢাকা, বিশেষ অতিথি রসুলপুর মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা নুর হোসাইন (হাফঃ),
মাদ্রাসাতুল দাওয়াতিল ইসলাম ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাহমুদুল হাসান শুনবী (হাফিঃ) আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী (হাফিঃ) এর সাহেবজাদা শায়েখ কামরুল ইসলাম ওলিপুরী (হাফিঃ), মারকাজুল ইমাম আনওয়ার শাহ কাশ্মীরী রহঃ রাজবাড়ীর মুহাদ্দিস মুফতি আবু জ্বর গিফারী (হাফিঃ), কালুখালীর খন্দকার মোহাম্মাদ শফিকুল ইসলাম ও স্থাণীয় ওলামায়ে কেরামগণ।

এসময় বক্তাগণ পবিত্র কোরআন ও হাদীসের আলোকে ইসলামী দিক নির্দেশনার উপর বয়ান পেশ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email