রাজবাড়ীতে ২ বাড়ীতে ডা*কা*তি  স্ব*র্ণালং*কার ও নগদ টাকা লু’ট

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুই ভাইয়ের বাড়ীতে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা বাড়ীর সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে।

সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার জঙ্গল গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

উপজেলার জঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, জঙ্গল গ্রামের আমার শ্যালক বিদ্যুৎ ঘোষ ও বিপুল ঘোষের বাড়ীতে রাত দেড় টার দিকে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ১৫-২০ জনের একদল মুখোশধারী ডাকাত দল প্রবেশ করে। তারা বিদ্যুৎ ঘোষের বিল্ডিংয়ের জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে ঢুকে। বিদ্যুৎ ঘোষকে মারধর করে চোঁখ-মুখ বেধে রাখে। তার ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, ৫ভরি ওজনের স্বর্ণের চেইন, আংটি, কানের দুল, হাড় ও বিপুল ঘোষের ছেলেকে জিম্মি করে ঘরে ঢুকে নগদ আড়াই লক্ষ টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণালংকার সহ অন্যান্য মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email