মাদকের কোরাল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে শ্লোগান নিয়ে শুরু করা হয় মাদকমুক্ত ফুটবল টুর্ণামেন্ট।
রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের মূলঘর বিদ্যালয় মাঠে জাগরণী সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে মূলঘর ইউনিয়নের মূলঘর উচ্চ বিদ্যালয় মাঠে মূলঘরের যুবসমাজের আয়োজনে জাগরণী সংঘের উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আক্তার মন্ডল নেপাল, সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব উদ্দিন মানিক, প্রচার সম্পাদক মোঃ মুক্তার মোল্লা সম্পূর্ণ খেলা উপভোগ করেন।
খেলায় অংশগ্রহণ করেন ফরিদপুর জেলার কামার কিংস স্পোটিং ফুটবল একাদশ ও রাজবাড়ী সকাল ফুটবল একাদশ। প্রথম পর্বের ষষ্ঠ খেলাটি অনুষ্ঠিত হয়। মোট ১৬ টি দলের খেলা অনুষ্ঠিত হচ্ছে।
২-০ গোলে ফরিদপুর কামার কিংস স্পোটিং ক্লাবকে রাজবাড়ী সকাল ফুটবল একাদশ বিজয়ী হয়।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও মযান অব দ্যা টিম এর সুনামধন্য খেলোয়ারদের পুরস্কৃত করেন হিসেবে রাজবাড়ীর পান্না চত্ত্তরের ডিএস কম্পিউটারের সত্ত্ত্বাধিকারী দেবদাস।
খেলাটি পরিচালনা করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমদিত রেফারী মোঃ নুরুল ইসলাম। সহযোগীতা করেন, সেলিম মন্ডল ও দিপু মন্ডল।