চকরিয়ায় নতুন ইউএনও হিসেবে আতিকুর রহমানের যোগদান

চকরিয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৫ তম বিসিএস ক্যাডার (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা মো: আতিকুর রহমান। তিনি চকরিয়া থেকে সদ্য বিদায়ী ইউএনও মো: ফখরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ইউএনও’র নিজ দফতরে বিদায়ী ইউএনও ফখরুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ববার গ্রহণ করে প্রথম কার্যদিবস শুরু করেন।

জানা গেছে, চকরিয়া উপজেলায় যোগদানকৃত নতুন ইউএনও মো: আতিকুর রহমান ইতিপূর্বে তিনি বিভিন্ন জেলায় ও বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবেও কর্মরত ছিলেন। ২০১৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। মাঠ পর্যায়ে তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বেশ কয়েকটি উপজেলায় কাজ করেছেন।
নবাগত ইউএনও মো: আতিকুর রহমান  চকরিয়ার যোগদানের পূর্বে পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।

গত ১৬ অক্টোবর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলা থেকে তাঁকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার হবিগঞ্জ উপজেলায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email