কক্সবাজারে সমুদ্র দেখতে গিয়েছিলেন পাঁচ বন্ধু। বেড়ানো শেষে ২৩ই নভেম্বর রাতে ৩ বন্ধু বাসে আর দুই বন্ধু মোটরসাইকেলে ফিরছিলেন বাড়ি। উচ্ছ্বাস আর আনন্দে ঘেরা কয়েকটি দিনের স্মৃতি তাঁদের মনে। কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না। দুই বন্ধু মোহাম্মদ সোহেল ও মোহম্মদ রিফাতের মোটরসাইকেলের সঙ্গে কক্সবাজারের চকরিয়ায় একটি লরির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা।
গতকাল রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভিলেজারপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সোহেল (২২) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেলাল উদ্দিনের ছেলে, আর মোহম্মদ রিফাত (২২) একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঙ্গা মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁদের স্বজনেরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, সোহেল ও রিফাতের মোটরসাইকেল কক্সবাজার থেকে রওনা হয়ে চকরিয়ার হারবাং ইউনিয়নের ভিলেজারপাড়া রাস্তার মাথায় এলে কক্সবাজারমুখী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন মারা যান।
সংবাদটির পাঠক সংখ্যা : 85