চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইকবাল চৌধুরী প্রকাশ বাইট্যা ইকবালকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব-৭। শনিবার (২৩ নভেম্বর) রাতে রাঙ্গুনিয়া ধামাইরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইকবাল উপজেলার লালানগর ইউনিয়নের ২নং জালাল ফকিরপাড়া এলাকার নূর মিয়া চৌধুরীর ছেলে।
র্যাব জানায়, ইকবালের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় ওয়ারেন্ট জারি ছিলো। আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে তিনি গত ৫ বছর ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়ার জন্য তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম গণমাধ্যমে জানান, ইকবালকে গ্রেপ্তার করতে র্যাবের পাশাপাশি পুলিশও অভিযানে অংশ নেয়। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যা ও হত্যাচেষ্টা সংক্রান্ত ৩টি মামলা রয়েছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটির পাঠক সংখ্যা : 103