কক্সবাজারের টেকনাফে শিশুপার্ক সংলগ্ন সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসার হেফজ বিভাগের এক ছাত্রের মৃত্যু হয়েছে,নিখোঁজ রয়েছে আরও দুই ছাত্র।তাদের উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। রবিবার দুপুর ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের শিশুপার্ক সংলগ্ন সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।
মৃত মাদ্রাসার ছাত্র স্থানীয় খোনকার পাড়ার আবুল কালামের ছেলে নুর কামাল(১২)। নিখোঁজ মাদ্রাসার ছাত্র হল একই এলাকার মোহাম্মদ নজিরের ছেলে নজরুল ইসলাম (১২) ও কোরবান আলীর ছেলে ইমরানুল হাসান বাবু (১১)। তারা তিন জনই খোনকারপাড়া মাদ্রাসা আশরাফিয়া দারুল নাজাত হেফজ বিভাগের ছাত্র।
নিখোঁজ ইমরানুল হাসান বাবুর পিতা কোরবান আলী বলেন, ‘মাদ্রাসার শিক্ষক সব ছাত্রদের সাগরে ঘুরতে আনেন।সৈকতে খেলাধুলা শেষে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। আমার ছেলেসহ দুই ছাত্র নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার করার জন্য কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।’
নিখোঁজ নজরুলের মা বলেন,আজ রবিবার তাদের পরীক্ষা ছিলো, পরীক্ষা শেষে মাদ্রাসার শিক্ষক সবাইকে নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে নিয়ে গেছে,এরপর সবাই ফিরে আসলে ও আমার ছেলে এবং ইমরানুল হাসান ফিরে আসেনি।
এ বিষয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার নাথ জানান, দুপুরে টেকনাফ সমুদ্রসৈকতে তিন ছাত্র একসঙ্গে সাগরে গোসল করতে নেমে স্রোতে ভেসে যায়। পরে নুর কামাল নামে এক ছাত্রের মরদেহ সৈকতে ভেসে আসে। বাকি দুই ছাত্র এখনও নিখোঁজ রয়েছে।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে উদ্ধার অভিযান চালাচ্ছে।