২৩ নভেম্বর শনিবার সন্ধা ৬ টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দু রহিমের কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্টানটি শুরু হয়।
এতে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসতিয়াক হাদি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ঈদগাহ্ মানবিক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউসুফ আলী, উপদেষ্টা এডভোকেট মোবারক হোসাইন সাঈদ ও নাছির উদ্দীন, সভাপতি মামুনুর রশীদ, যুগ্ন সাধারণ সম্পাদক মশিউর রহমান তাফসির, রুবেল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুবাইর ও মহিলা বিষয়ক সম্পাদিকা আইরিন আক্তার।
অনুষ্টানের প্রথমার্ধে উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা নানান দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পরে দ্বিতীয়ার্ধে সংগঠনের সদ্য ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দদের শপথ পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা ও ঈদগাহ্ মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ইউসুফ আলী।
এসময় সংগঠনের দায়িত্বশীলগণ নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার অঙ্গিকার বদ্ধ হন।