শুক্রবার (২২নভেম্বর)চকরিয়া শাহারবিল বি.এম.এস উচ্চ বিদ্যালয়ে চকরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত সুস্থ সুন্দর মনোরম পরিবেশে নতুন কুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা অংশ গ্রহন করেন এই মেধাবৃত্তি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেন ১১২৮ জন শিক্ষার্থী তার মধ্যে দ্বিতীয় শ্রেনীতে ২৫৬ জন তৃতীয় শ্রেনীতে ২১৪জন চতুর্থ শ্রেনীতে ২৮৬জন পঞ্চম শ্রেণীতে ৩৭২জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন
এই মেধাবৃক্তি পরীক্ষায়
কেন্দ্র সচিব ছিলেন মোঃ হেলাল উদ্দিন ডিরেক্টর ফিন্যান্স ও মার্কেটিং, পলি হসপিটাল, চট্টগ্রাম।সহকারী কেন্দ্র ছিলেন সচিব মোস্তফা কামাল সহকারী মহাব্যবস্থাপক, জনতা ব্যাংক পিএলসি বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম।পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন সরওয়ারুল ইসলাম সাবেক সিনিয়র শিক্ষক, বি.এম.এস উচ্চ বিদ্যালয়।হল সুপার ছিলেন অ্যাডঃ মোঃ সালাহ্ উদ্দিন কাদের আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত,
সমন্বনয়ক হিসেবে দায়িত্ব পালন করেন
নুর মোহাম্মদ প্রধান শিক্ষক শাহারবিল রেসিডেন্সিয়াল স্কুল ও প্রধান সমন্বয়কারী
নতুন কুঁড়ি মেধা বৃত্তি পরীক্ষা।
১)মোহাম্মদ হোছাইন,প্রধান শিক্ষক ক্রিয়েটিভ মডেল একাডেমি।
২)সাইমুল ইসলাম সাগর,প্রধান
সংবাদটির পাঠক সংখ্যা : 205