সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চা’কমাকে রাঙামাটিতে গ’ণ সং’বর্ধনা

সাফজয়ী পাহাড়ের তিন স্বর্ণকন্যা রুপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমাকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় রাঙামাটি চিং হ্লা মং মারি স্টেডিয়ামে জেলা প্রশাসন, সেনাবাহিনী রিজিয়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে এই গণ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি সেনা রিজিয়ন, পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ৩জন খেলোয়ারকে ৩লক্ষ করে মোট ৯ লক্ষ টাকা ও স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙামাটি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রি: জেনারেল শওকত ওসমান, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

এছাড়া পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক খেলোয়ারকে ৫০হাজার টাকাসহ সম্মাননা স্মারক প্রদান করেন রাঙ্গামাটি পৌরসভা প্রশাসক নাসরিন সুলতানা, জেলা বিএনপির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার, সাধারন সম্পাদক অ্যাড. মো: মামুনুর রশিদসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জেলা জামায়াতের পক্ষ থেকে জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম, সাধারন সম্পাদক মনসুরুল হক। তাছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে সকাল ১০টায় রাঙ্গামাটি ঘাগড়া উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকসহ মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে সফল ৩ নারী ফুটবলারকে নিয়ে যাত্রা শুরু করে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে।

পরে স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email