রাজবাড়ীতে ছাত্রদল নেতাকে হ’ত্যা’চে’ষ্টা মা’ম’লা’য় বালিয়াকান্দি সা’বেক উপজেলা চেয়া’রম্যা’ন গ্রে’ফ’তার

ছাত্রদল নেতাকে অপহরণের পর নির্যাতন করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকার মেয়ের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জনা গেছে, গত ২৫ আগস্ট রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি আমলী আদাল‌তে সাবেক রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম, তার ছেলে আশিক মাহমুদ মিতুল হাকিম ও মোঃ আবুল কালাম আজাদসহ ১৩ জনের নামে মামলা দায়ের করা হয়। এ ছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরও তিনজন‌কে আসামি করা হ‌য়। মামলাটি দায়ের করেন জিয়া স্মৃতি পাঠাগা‌র কেন্দ্রীয় ক‌মি‌টির সদ‌স‌্য ও জেলা ছাত্রদলের সাবেক সি‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বালিয়াকান্দি উপজেলার বিলধামু গ্রামের আব্দুল মালেকের ছেলে তুহি‌নুর রহমা‌ন। মামলায় তাকে অপহরণের পর নির্যাতন করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। মামলাটি আদাল‌তের বিচা‌রক মৌসুমী সাহা আম‌লে নি‌য়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা ‌গে‌ছে, ২০১৪ সা‌লের ১২ জানুয়ারি তু‌হিন‌কে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, তৎকালীন রাজবাড়ী-২ আস‌নের সংসদ সদস্য ও সা‌বেক রেলমন্ত্রী মোঃ জিল্লুল হা‌কিমের নির্দেশে মামলার অন‌্য আসামিরা অস্ত্রের মু‌খে জিম্মি ক‌রে এক‌টি মাইক্রোবা‌সে অপহরণ ক‌রে। প‌রে না‌য়েব আলীর বাড়ির এক‌টি নির্জন কক্ষে নি‌য়ে বা‌লিয়াকা‌ন্দি থানার সা‌বেক ওসি আবু সামা মোঃ ইকবাল হায়াতসহ অন‌্যদের সহায়তায় তুহিনের পা উল্টা ক‌রে ঝু‌লি‌য়ে নির্যাতন চা‌লি‌য়ে ১০ লাখ টাকা চাঁদা দা‌বি ক‌রে। চাঁদা দিতে অস্বীকৃতি জানা‌লে তাকে মে‌রে মেরুদণ্ডের হাড় ভেঙে ফে‌লার পাশাপা‌শি বৈদ্যুতিক শক দেওয়া হয়। পরে ৫ লাখ টাকা চাঁদা দি‌লে তা‌কে পে‌ন্ডিং মামলায় চালান দেওয়া হয়।

এরপর তি‌নি জা‌মি‌নে মুক্ত হ‌য়ে ভার‌তের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতাল ও ভেলোরে সিএনসি হাসপাতালে চিকিৎসা নেন। পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর্থিক সহায়তায় তিনি রাজধানীর ইব‌নে সিনা হাসপাতা‌লে মেরুদণ্ডের অস্ত্রোপচার ক‌রে সি-৪ ও সি-৬ কৃত্রিম ডিক্স স্থাপন ক‌রলেও এখনো সম্পূর্ণ সুস্থ হতে পারেননি।

উল্লেখিতদের বিরুদ্ধে তিনি মামলা কর‌তে চাইলে তাকে ক্রসফায়ারের হুমকি দিয়ে দমিয়ে রাখা হয়। ক্রসফায়ারের ভয়ে তিনি এতদিন পরিবার নিয়ে রাজবাড়ী জেলার বাইরে বসবাস করছিলেন। দেশের পরিবেশ ভালো হওয়ায় তিনি এ মামলাটি দায়ের করেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, তুহিনুর রহমানের দায়ের করা মামলায় ৭নম্বর আসামি মোঃ আবুল কালাম আজাদ শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকার মেয়ের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email