চট্টগ্রাম-কক্সবাজার প্রধান সড়কের চকরিয়ায় লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নি’হত হয়েছেন। শনিবার রাত ১০ টার দিকে চকরিয়ায় মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নস্থ উত্তর হারবাং ভিলেজার পাড়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক সড়ক দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আরিফুল আমিন জানান, দুর্ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় সনাক্তে খোঁজ নেয়া হচ্ছে । মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে, লরিটি জব্দ করা হয়েছে।
সংবাদটির পাঠক সংখ্যা : 178