কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্র রাজনীতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মতবিনিময় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতারা।
২২ই নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাংগঠনিক-০৬ এর প্রধান কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও রাজু আহমেদ, কক্সবাজার জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমানসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ রুবেল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আশেক মোস্তফা রিয়াজ।
মতবিনিময় সভায় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, “শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাত্রদল তাদের কার্যক্রম পরিচালনা করছে। তারা শিক্ষার্থীদের আহ্বান জানান, ছাত্রদলের ছায়াতলে থেকে সুষ্ঠু ও গঠনমূলক ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ গড়ার।
তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো সন্ত্রাসী ছাত্র রাজনীতি করে না। এটি একটি শান্তিপূর্ণ ও প্রগতিশীল ছাত্র সংগঠন। বিগত সময়ে ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে হানাহানি, অস্ত্রবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এর বিপরীতে ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানে একটি আপোষহীন ও সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে কাজ করছে।
ছাত্রদল নেতারা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে ছাত্রদল কাজ করে যাবে। শিক্ষার্থীরা যেন নিজেদের লেখাপড়ার পাশাপাশি পরিচ্ছন্ন রাজনীতি চর্চা করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা হবে।”
তারা আরও জানান, ছাত্রদল আগামীতে এ দেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। শান্তি, সম্প্রীতি, ও প্রগতির ধারায় তাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
উক্ত মতবিনিময় সভা শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ছাত্র রাজনীতিকে একটি নতুন দিগন্তে নিয়ে যাবে।