রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাড়ী ভ’ষি’ভূ’ত, গরু ও নগদ টাকা পু’ড়ে ছা’ই

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হলুদবাড়ীয়া জামে মসজিদ সংলগ্ন দিনমজুর মোঃ বসির মিয়ার বাড়ীতে রান্না ঘর থেকে আগুন লেগে ৩টি ঘর, গরু এবং নগদ টাকা পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে বাড়ীতে থাকা ১টি বসবাসের ঘর, ১টি রান্না ঘর ও একটি গোয়াল ঘর পুড়ে ভষিভূত হয়েছে।

গোয়াল ঘরে থাকা ৭মাসের গাভ লাল রংয়ের গাভী পুড়ে মারা গেছে যার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা, ঘরে থাকা গরু বিক্রি ও দিনমজুরীর জোগানো টাকা নগদ ১ লাখ পুড়ে ছাই হয়ে গেছে। অপর একটি কালো রংয়ের বাছুর গরুর ৮০-৯০ শতাংশ পুড়ে গেছে।

স্থাণীয় বাসিন্দারা জানান, এশা নামাজের পর লোকজন বাড়ীতে চলে গেলে হঠাৎ আগুন লেগেছে চিৎকার চেচামেচি শুনে দৌঁড়ে এসে দেখতে পান বসির মিয়ার রান্না ঘর পুড়ে গেছে। বসবাসের ছাপড়া ঘরটিতে আগুন জ্বলছে। এলাকাবাসী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করতে করতে গোয়ালে থাকা গরুটি পুড়ে সেখানেই মারা যায়। অপরটি কোনমতে বেড় করলেও তার শরীরের ৮০-৯০ শতাংশ পুড়ে গেছে। মোবাইলে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভেসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আনিমানিক ক্ষতি নির্ধারন করা হয় এলাকাবাসীর মতামতে আড়াই লাখ টাকা।

এসময়ে বাড়ী পুড়ে ভষিভূত হওয়ায় বাড়ীর মালিক বসির মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email