বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় উপজেলা পরিষদের সাঙ্গু মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও পৌরসভা জামায়াতের সেক্রেটারী মাওলানা কুতুব উদ্দিন হেলালী।
মাদরাসার প্রধান প্রতিষ্ঠাতা মাওলানা বদরুদ্দোজা হেলালী স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।
এসময় প্রতিষ্ঠাতা হেলালী পরিবার ও প্রাক্তন ছাত্র পরিষদ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মাদরাসা প্রতিষ্ঠাতা পরিবার ও প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মো. ফখরুল ইসলামের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
এর আগে দুপুর ২টায় মাদরাসা প্রাঙ্গনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়। প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক নুর মোহাম্মদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ।
বিকেল ৪টায় আছরের নামাজের পর প্রধান প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা বদরুদ্দোজা হেলালী (রহঃ) এর কবর জিয়ারত করা হয়।