ঈদগাহ কলেজে ন’বী’নব’রণ অনুষ্ঠিত

কক্সবাজারের ঈদগাহ রশিদ আহমদ কলেজে একাদশ শ্রেণি, ডিগ্রী ১ম বর্ষ ও অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ২১ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

কলেজের আইসিটি ভবন চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ সহীদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ সলিম উল্লাহ বাহাদুর। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসীম উদ্দীন। পবিত্র কোরআন তেলাওয়াত করে দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল মালেক। মানপত্র পাঠ করে দ্বাদশ শ্রেণির ছাত্রী হোমাইরা এবং মানপত্র গ্রহণ করে একাদশ শ্রেণির ছাত্রী নাসরিন সুলতানা ইমু।

ফুলের তোড়া প্রদান করে দ্বাদশ শ্রেণির লাকী আক্তার শিউলী এবং গ্রহণ করে একাদশ শ্রেণির ছাত্র সাকিব হাসান ও ডিগ্রী ১ম বর্ষের ছাত্রী আরজিনা আক্তার। আলোচনায় অংশ নেয় একাদশ শ্রেণির ছাত্রী নুসরাত জান্নাত মুছিম, দ্বাদশ শ্রেণির ছাত্র জিসাতুল ইসলাম, ডিগ্রী কোর্সের ছাত্রী উম্মে সুমাইয়া জান্নাত, অনার্স ২য় বর্ষের ছাত্র মোঃ আবদুল্লাহ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা হাবীব আজাদ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক জেসমিন জাহান, সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নবীন বরণ উদ্যাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিন। প্রধান অতিথি নবীনদেরকে কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলে ব্যক্তিগত উন্নতির পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি নবীন শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে লেখাপড়াসহ সকল কর্মকান্ড পরিচালনার মাধ্যমে ভালো শিক্ষার্থী ও ভালো মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। সভাপতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুষ্ঠান সফলতায় সহযোগিতার জন্য অতিথি, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণিত বিভাগের প্রভাষক আপন চন্দ্র দে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email