পা’হাড়ের তিন না’রী ফুটবলারকে সংবর্ধনা দিচ্ছে রাঙামাটি জেলা প্রশাসন

সাফ চ্যাম্পিয়নশীপে ২য় বারের মতো চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের নারী ফুটবল দলের সদস্য পাহাড়ের তিন কৃতি নারী ফুটবলারদের সংবর্ধনা দিচ্ছে রাঙামাটি জেলা প্রশাসন।

আগামী শনিবার (২৩ নভেম্বর ২০২৪ ইং) রাঙামাটি মারি স্টেডিয়ামে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সহযোগি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি জেলা পরিষদ, রাঙামাটি সেনা রিজিয়ন ও জেলা পুলিশ।
সাফ চ্যাম্পিয়নশীপে পর পর দুবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে পাহাড়ের তিন নারী খেলোয়াড়।

এবারো চ্যাম্পিয়ন দলের সেরা খেলোয়াড় ও সেরা গোল রক্ষক হয়েছে রাঙামাটির মেয়ে ঋতুপর্ণা ও রূপনা চাকমা। অবদান রেখেছে খাগড়াছড়ি জেলার মনিকা চাকমা।
টানা দুই বার দেশের জন্য সুনাম বয়ে আনায় পার্বত্য এলাকায় ও তাদের নিজ গ্রামের মানুষের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়।

দূর্গম পাহাড়ি অঞ্চল থেকে জ্বলে উঠা তিন নারী ফুটবলারদের আরো উৎসাহিত করতে জেলা প্রশাসন তাদের সংবর্ধনার আয়োজন করেছে বলে জানায় জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান।

এ তিন খেলোয়াড়দের নিয়ে শনিবার চট্টগ্রাম রাঙামাটি সড়কে মোটর শোভাযাত্রা করে শহরে নিয়ে আসার পর তাদের বরণ করে নেয়া হবে।

ইতোমধ্যে তিন কৃতি ফুটবলারের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন দিয়ে রাঙামাটি শহর ও মারি স্টেডিয়াম সাজানো হয়েছে।

কৃতি খেলোয়াড় ঋতুপর্ণার বাড়ি রাঙামাটির কাউখালি উপজেলার মগাছড়িতে আর রূপনা চাকমার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে এবং মনিকা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলায়।

এর আগে ২০২২ সালে প্রথমবার সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। তখনও পাহাড়ের এ তিন নারী খেলোয়াড় বাংলাদেশ দলের হয়ে খেলে বিজয় আনতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email