শ’হী’দ ওয়াসিমের নামে নামকরণ হচ্ছে কর্ণফুলী শি’শু পার্ক

আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ককে জুলাই বিপ্লবে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে নামকরনের জন্য নির্দেশ দিয়েছেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) কর্ণফুলী শিশু পার্ক পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন মেয়র শাহাদাত হোসেন। পার্কটির বিভিন্ন প্রান্ত ঘুরে মেয়র বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের নামে দেশের স্থাপনা সমূহের নামকরণের দলীয় সিদ্ধান্ত মোতাবেক নগরীর অন্যতম পুরাতন পার্ক কর্ণফুলী শিশু পার্ককে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নামে নামকরণের জন্য আজ থেকে কাজ শুরু হবে। মেয়র আরো বলেন,খুব দ্রুত সময়ের মধ্যে পার্কের প্রধান ফটকে কর্ণফুলী শিশু পার্ক বাদ দিয়ে শহীদ ওয়াসিম শিশু পার্ক নামে নামফলক যুক্ত হবে। এসময় মেয়র আরো বলেন পার্কটি সংস্কার করে আরো আধুনিক করা হবে। এসময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম মাহি, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email