মিয়ানমারে’র অভ্যন্তরে বো’মা বি’স্ফো’রণের শব্দ এলো নাইক্ষ্যংছড়ি সী’মা’ন্তে

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে থেমে-থেমে মর্টারশেল বিস্ফোরণ, ভারী অস্ত্র ও গোলাগুলির শব্দ ভেসে আসছে।

সুত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর অনুমান দুইটা থেকে ৩টা পর্যন্ত মগাওয়ে রিজিয়নের এয়ারবেস হতে দুটি যুদ্ধ বিমান পর্যাক্রমে মংডু টাউনশীপের উত্তরাঞ্চলের বলিবাজার, সাহাব বাজার, কুমিরখালী এলাকায় আরাকান আর্মির সম্ভাব্য স্থানে যুদ্ধ বিমানের সাহায্যে গোলা বর্ষণ করে। এতে কোন প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ওই এলাকার বাসিন্দারা আতংকগ্রস্থ হয়ে ওঠেন।
সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের ৪টি গ্রামে ওপারে গোলা বর্ষণের ফলে এপার কেঁপে উঠে।

এদিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বেতবনিয়ার বাসিন্দা জোবাইর ও তুমব্রুর বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, মিয়ানমারে প্রচন্ড বিস্ফোরণের শব্দ আমরাও অনুভব করেছি। এক প্রকার ভয় জাগে কাজ করছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email