বা’ন্দ’রবানে পর্যটকদের জন্য ছাদ খোলা বাস উদ্বোধন

পাহাড় কন্যা বান্দরবানে পর্যটকদের ভ্রমন আনন্দময় ও সহজ করতে স্বল্প খরচে বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে বেড়ানোর সুযোগ দিতে প্রথমবারের মতো চালু করা হয়েছে ছাদখোলা বাস।

ছাদ খোলা বাসে চড়ে পর্যটকরা সহজেই ভ্রমন করতে পারবেন চিম্বুক, নীলগিরি, শৈল প্রপাত, মেঘলা, নীলাচল। এতে ভ্রমনে খরচ কমার পাশাপাশি পর্যটকগণ প্রকৃতিকে আরো কাছ হতে উপভোগ করতে পারবেন।

সোমবার (১৮ নভেম্বর) সকালে হিলভিউ কনভেনশন হলের সামনে এই ছাদখোলা বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাস মালিক কাজল কান্তি দাশ।

তিনি বলেন, বান্দরবান ভ্রমণে পর্যটকদের জন্যে যানবাহন বাবদ ব্যয় অনেক বেশি হয়। ফলে অনেকে ভ্রমণে আগ্রহ হারান । বান্দরবান জেলায় পর্যটকদের আকর্ষণ বাড়াতে এই বাসের প্রয়োজনীয়তা রয়েছে।
জেলা প্রশাসনের অনুমতি নিয়ে আমরা ট্যুরিস্ট বাস চালুর সিদ্ধান্ত নিয়েছি।
বান্দরবান হিলভিউ আবাসিক হোটেলের সামনে থেকে সকাল ৭টায় ছাদখোলা বাস নীলগিরি, চিম্বুকের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং দুপুরে বান্দরবান সদরে ফিরবে এবং বিকেল ৩টায় বান্দরবানের মেঘলা ও নীলাচল পর্যটনকেন্দ্র ভ্রমন শেষে সন্ধ্যায় পর্যটকদের নিয়ে জেলা সদরে ফিরবে।
৩১ সিটের এই বাসে পাঁচ বছরের তদুর্দ্ধ বয়সীদের জন্য জনপ্রতি বান্দরবান-নীলগিরি বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০টাকা। আর মেঘলা-নীলাচলে বাসভাড়া ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পর্যটকদের চাহিদার উপর ভিত্তি করে বাসের সংখ্যা বাড়তে পারে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email