কেন্দুয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে এবং হেলথ ওয়াচের সহায়তায় সোমবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার ১০ নং কান্দিউড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম বিষয়ক মত-বিনিময় সভা তেতুলীয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা নূরুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প ব্যবস্থাপক কোহিনূর বেগম, কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক রাখাল বিশ্বাস, সাংবাদিক রুকন উদ্দিন, স্বাস্থ্য কমিটির সদস্য ও ইউপি সদস্য আবুল কাশেম, সদস্য শহীদুল্লাহ খন্দকার, ১০ নং কান্দিউড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ রূপা আক্তার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির কেন্দুয়া শাখার কো-অর্ডিনেটর চয়ন সরকার, নারীপক্ষ ‘অধিকার এখানে, এখনই’ (আরএইচআরএন-২) প্রকল্পের কেন্দুয়া-নেত্রকোনার ফেলো ঝর্ণা জাহান, তারুণ্যের প্লাটফর্মের সুরাইয়া বেগম সুমি, রাখিব হাসান প্রমূখ।

এসময় স্বাস্থ্য অধিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email