রাজবাড়ীর বহরপুরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রা’স পূজা উপলক্ষ্যে কবিগান অনুষ্ঠিত

 দেশ, জাতী ও বিশ্বের সকল প্রাণীর শান্তি এবং কল্যাণ কামণায় ” রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মধ্য বাজার মন্দিরের সামনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস পূজা উপলক্ষ্যে ২ দিন ব্যাপী কবিগান শুরু হয়েছ।

রোববার (১৭ নভেম্বর) দুপুর দেড় টায় জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মধ্যবাজার মন্দিরের সামনে প্রতি বছরের ন্যায় এবারেও শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস পূজা উপলক্ষ্যে বাজার রাস পূজা কমিটির উদ্দ্যোগে ীাস পূজা ও কবিগান অনুষ্ঠিত হচ্ছে।

” শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে জীবাত্মার থেকে পরমাত্মায়, দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কামপ্রবৃত্তিসমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করে অঙ্কন করা হয়েছে।”

রাস পূজা উদযাপন কমিটিতে উপদেষ্টা হিসাবে উপদেশ প্রদান করছেন, তপন কুমার দাস, কালিদাস কুন্ডু, জীতেশ চন্দ্র কুন্ডু, নৃপেন্দ্রনাথ কুন্ডু, বাবলু সিকদার, রনজিৎ কুন্ডু, অসিত সরকার, নাদেম দত্ত, মিলন সিকদার, সাধন গোস্বামী, স্বপন কুমার শীল, তরুন কান্তি সাহা, পঙ্কজ গোস্বামী, বিপ্লব পাল, গোবিন্দ ভদ্র, গৌরাঙ্গ দাস।

রাস পূজা উদযাপন কমিটির নির্বাচিত সদস্যরা হলেন, শ্রী রবিন্দ্রনাথ ঘোষ সভাপতি, শ্রী মুকুল চন্দ্র দাস, শ্রী রাম সাহা, শ্রী বিদ্যুৎ চক্রবর্তী, শ্রী নিত্য সাহা, শ্রী গৌরাঙ্গ পোদ্দার, শ্রী সাভাষ বিশ্বাস সহ-সভাপতি, শ্রী অমির কুমার দাস সাধারণ সম্পাদক, শ্রী সাধন সাহা, গৌতম বিশ্বাস, শ্রী বিষ্ণু সাহা, শ্রী অমিত গোস্বামী সহ-সাধারণ সম্পাদক, শ্রী শুভ দাস কোষাধ্যক্ষ, শ্রী রতন পোদ্দার সহ-কোষাধ্যক্ষ, শ্রী জয় দাস সাংগঠনিক সম্পাদক, শ্রী বিকাশ সরকার সহ-সাংগঠনিক সম্পাদক।
কমিটির কার্যকরি সদস্যদের মধ্যে রয়েছেন, শ্রী সন্জিব গোস্বামী, শ্রী বিষ্ণু কুন্ডু, শ্রী শংকর সাহা, শ্রী ভরত শীল, শ্রী সুজিত শীল, শ্রী উৎপল দাস, শ্রী সমীর পাল, শ্রী বিপ্লব বিশ্বাস, শ্রী সুজিত দাস, শ্রী মদন দাস, শ্রী সাধন শীল ও শ্রী গৌরভ সাহা৷

বহরপুর বাজার মন্দির প্রাঙ্গনের রাস পূজানুষ্ঠানের কবিগান পরিবেশন করেন, মাদারীপুরের কবিয়াল বাবু অপুর্ব লাল সরকার ও পাইকগাছা খুলনার বাবু আনন্দ সরকার।

রাস পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রবিন্দ্রনাথ ঘোষ বলেন, দীর্ঘ যুগ যুগ ধরে চলে আসা এই রাস উৎসব বহরপুর এলাকাবাসীর জন্য একটি প্রাণের উৎসব। আগের দিনে এই উৎসবটি মাসব্যাপী চলতো। কালের আবর্তে এটি তার জৌলুশ হারাতে বসেছে। আর আনন্দ থেকে দুরে চলে যাচ্ছে আমাদের আগামীর প্রজন্ম। এখন শুধুমাত্র পূজার কার্যক্রমটাই হয়। আর সব আনন্দ উৎসব এখন পালিত হয় না। আগের দিনে রাস পূজা উপলক্ষ্যে কবিগান, যাত্রাপালা, সার্কাস, নাগরদোলা, পুতুল নাচসহ বিভিন্ন অনুষ্ঠান হতো। এখন শুধুই পূজা দিয়ে শেষ। তবে সরকারের সদিচ্ছা আর এলাকাবাসীর সহযোগিতা পেলে আবার আগের মতো করে উৎসব ফিরিয়ে আনা সম্ভব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email